চাঁদপুরের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট মরহুম আশেক আলী খাঁন প্রতিষ্ঠিত আশেক আলী খাঁন স্কুল এন্ড কলেজ এইচ,এস,সি তে সাফল্যের ধারা অব্যাহত। সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচ,এস সি পরীক্ষায় সারাদেশে ফলাফল বিপর্যয় ঘটলেও আশেক আলী খাঁন স্কুল এন্ড কলেজ থেকে এইচ,এস,সি তে ২৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৯৩ জন কৃতকার্য হয়। পাসের হার শতকরা ৮২ ভাগ। তন্মধ্যে একজন জিপি এ-৫ একজন, এ গ্রেড ৫০, ও এ- ১০৩ জন পেয়েছে। গত বছর এইচ,এস সি পরীক্ষায় উপজেলা সর্বাধিক ১৮ জন জিপিএ-৫ সহ শতকরা ৯৭ ভাগ কৃতকার্য হয়েছে। চলতি বছর এস,এস,সি পরীক্ষায় ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৫০জন পরীক্ষার্থী পাস করে উপজেলা প্রথম স্থান অর্জন করে। তার মধ্যে জিপি এ -৫ ১২ জন, পাশের হার শতকরা ৯২.০২ ভাগ।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্কুল এন্ড কলেজের সাফল্যের জন্যে সবাইকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে ভবিষ্যতে শতভাগ সাফল্যের প্রত্যাশা করেছেন।
কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান জানান, স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি একুশে প্রদক প্রাপ্ত দেশ বরেণ্য,সমাজ বিজ্ঞানী ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর স্যারের দিক নির্দেশনা, শিক্ষকদের শ্রেনি কক্ষে পরিকল্পনা মাফিক পাঠদান-পাঠগ্রহন, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
কচুয়া ঃ আশেক আলী খাঁন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এইচ,এস,সি প্রত্যাশিত ফলাফল অর্জনকারি উল্লসিত শিক্ষার্থীদের একাংশ।
Leave a Reply