1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১০ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ১১ হাজার ৮শত টাকা জরিমানা

  • আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ১০৯৪ বার পড়া হয়েছে

Jailকচুয়ায় ভ্রাম্যমান আদালতে  মরা গরুর গোশত বিক্রি,অবৈধ ভাবে কানেট জাল বিক্রি,অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা,প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিএনজি ও মোটর সাইকেল চালানোর অপরাধে এগার হাজার ৮শত টাকা জরিমানা করেছে   ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার ৩০ জুন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও   নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন পৃথক পৃথক ঘটনায় এ দন্ডাদেশ প্রদান করেন। কচুয়া উপজেলার সাচার বাজারে ওই এলাকার চারু মিয়ার ছেলে মো: হোসেন (২৫)কে সাচার বাজারে মরা গরুর গোশত বিক্রির দায়ে এক হাজার টাকা জরিমানা,কাদলা ইউনিয়নের কাপিলা বাড়ি এলাকায় রাতের বেলা জুয়া খেলার দায়ে কাপিলা বাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হোসেন(৫০),কাদলা গ্রামের দেলোয়ারের ছেলে আলম(২৫), মতলব উপজেলার রজিব(১৮) ও হামিদ (৩০) প্রত্যেককে দুইশত টাকা করে জরিমানা করা হয়। তাছাড়া  অবৈধ ভাবে পাথৈর ইউনিয়নের  মধুপুর বাজারে কানেট জাল বিক্রির দায়ে দাউদ কান্দি উপজেলার চশই গ্রামের ছলিমদ্দিনের ছেলে  ফজলুল হককে একহাজার টাকা  জরিমানা করা হয় । অপরদিকে কচুয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা পরিচালনা করায় নয়টি হেটেলের মালিককে জরিমানা করা হয় এবং একই সময় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিএনজি ও মোটর সাইকেল চালানোর অপরাধে জরমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার