সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শিক্ষা সমাজ উন্নয়নের সিঁড়ি, আওয়ামী লীগ সরকার সকলের জন্য শিক্ষা উম্মুক্ত করেছে। আওয়ামী লীগ সরকার দেশের সকল ছেলে-মেয়েদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে বই,উপবৃত্তি চালু করেছে। তাছাড়া দেশের ২৬ হাজার রেজিস্টার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে একযোগে জাতীয়করন করেছে এবং এর সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের চাকরি সরকারিকরণ করেছে। শিক্ষার মাধ্যমেই আমরা সমাজকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই। অপরদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল ডেকে এদেশের ছেলে-মেয়েদের শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আসুন সম্মিলিত ভাবে একটি উন্নত সমাজ গড়ে তুলি। তিনি ১২ জুন শুক্রবার বিকেলে উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল আই এম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের ২০নং ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি জিএম আতিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন মহসিনের সভাপ্রধানে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, সহ-সভাপতি শহীদ দর্জি,সহ-সভাপতি কামরুন নাহার ভূঞাঁ,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ন সাধারন সম্পাদক মো: শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার,সাচার ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাচার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওসমান গণি মোল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন,যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন অন্তর, ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়,সাচার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও জামাযাত থেকে ২শ শতাধিক নেতাকর্মী বিএনপি নেতা শরিয়ত উল্লাহ প্রধানের নেতৃত্বে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে ড. মহীউদ্দীন খান আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
কচুয়া: রাগদৈল ইসরামিয়া একাডেমিক ভবনের উদ্বোন শেষে বক্তব্য রাখছেন ড. মহীউদ্দীন খান আলমগীর।
Leave a Reply