কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের আলিয়ারা গ্রামের প্রবাসী মানিকের স্ত্রী কবিতা ৩০ মে শনিবার শ্বশুর,দেবর কর্তৃক মারধরের অভিযোগ দায়ের করে।
জানা গেছে, ১ জুন সোমবার কচুয়া থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ওই এলাকায় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কবিতা বেগমের আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন জানান, কবিতা বেগম শ্বশুর,দেবরের কথা অমান্য করিয়া অশ্লীল চলাফেরা করার প্রতিবাদ করায় কবিতা বেগম ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। তাছাড়া তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কচুয়া থানার এসআই এনামুল হক তার দেবর বিশ্বজিতকে কচুয়া থানায় জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে আসে।কচুয়া থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল সালিশ বৈঠক শেষে জানান এ বিষয়ে কবিতার স্বামী,শ্বশুর ও তাদের পরিবারের সাথে আলোচনা করেএকটি ইতিবাচক সিদ্বান্ত নেওয়া হয়েছে ।
Leave a Reply