২০১৫ সালের প্রথম দিকে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। মুশফিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই আসবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড়সড় রদ বদলের পর এই সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে সে দেশের বিভিন্ন গণমাধ্যমে।
এর আগে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু নিরপত্তাজনিত জটিলতায় আর পাকিস্তানে যাওয়া হয়নি মুশফিক-সাকিবদের।
এ নিয়ে কম গণ্ডগোল হয়নি; এক পর্যায়ে তো বাংলাদেশে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি খেলতেও আপত্তি জানিয়েছিলো পাকিস্তান বোর্ড। যদিও শেষ পর্যন্ত পাকিস্তান এসেছিলো বাংলাদেশে। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি খেলেও গেছে তারা।
২০১৫ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেরা প্রস্তুতির লক্ষ্য বাংলাদেশের। পাকিস্তানের লক্ষ্যও অভিন্ন। এমন পরিস্থিতির দাবি মেটাতেই আয়োজন করা হয়েছে দুদেশের অনুষ্ঠিতব্য সিরিজ।
প্রথমে দিকে কথা হয়েছিলো সিরিজটি অনুষ্ঠিত হবে জানুয়ারিতে। কিন্তু এখন সে সূচি আর স্থির থাকছে না। সিরিজটির নতুন সম্ভাব্য সূচি নির্ধারিত হয়েছে এপ্রিলে। কারণ ডিসেম্বর-জানুয়ারি বা জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর।
Leave a Reply