বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ফিক্সিংয়ে জড়িত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও তাদের দূর্নীতি দমন ইউনিট আকসু; এমন অভিযোগ করেছেন বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স-এর আইনজীবীরা।
রোববার গুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিপিএল ফিক্সিং নিয়ে এমন অভিযোগের কথা বলেন তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিক্সিংয়ের ঘটনায় একমাত্র আশরাফুল ছাড়া কেউ ফিক্সিংয়ের দায় স্বীকার করেনি। ইতোমধ্যে বিপিএল ফিক্সিংয়ের ঘটনায় ট্রাইব্যুনাল আশরাফুলের ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণও পেয়েছে। তবে আশরাফুল ছাড়া বিদেশি অনেক ক্রিকেটার ফিক্সিংয়ের ঘটনায় জড়িত থাকার পরও আকসু তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।
ঢাকা গ্ল্যাডিয়েটরস এর আইনজীবী ব্যারিস্টার নওরোজ চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিক্সিংয়ের ঘটনায় আইসিসি ও আকসুর কিছু লোক জড়িত ছিল। তারা পরিকল্পনা করেই বিপিএল বন্ধ করেছে। তার প্রমাণও রয়েছে। কারণ বিসিবি ২ কোটি টাকা খরচ করে যে আকসুকে নিয়োগ দিয়েছে তারা বাংলাদেশের টাকা নিয়ে প্রতারণা করেছে। তারা শুধু বাংলাদেশের খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বিদেশি কোনো ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ আনেনি।”
এছাড়া তিনি বলেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফিক্সিংয়ের ঘটনায় ওই দেশের ক্রিকেট বোর্ড সভাপতিসহ প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে ফিক্সিংয়ের অভিযোগ থাকার পরও আইপিএল অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন বন্ধ হয়েছে?”
এছাড়া তিনি আরো বলেন, “বিপিএলে বাংলাদেশের যে সকল ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বিশেষ করে মোশারফ হোসেন রুবেল ও মাহবুব আলম রবিন নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তারা ক্রিকেটে ফিরতে পারছে না।”
নওরোজ চৌধুরীর অভিযোগের পর বিপিএল-এর ফিক্সিং নিয়ে রহস্য আরো বেশি করে ঘনীভূত হলো। এই রহস্যের শেষে কী আছে, তা-ই এখন দেখার বিষয়।
Leave a Reply