কচুয়া উপজেলার সাচার বাজারে রয়েছে হিন্দু সম্প্রদায়ের ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রথ। এশিয়ার বিখ্যাত কারুকার্য্য খচিত, দৃষ্টি নন্দন রথটি সাচারকে সারা বাংলাদেশে দিয়েছে বিশেষ পরিচিতি। আজ শনিবার ১৩ জুলাই আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে লক্ষাধিক ভক্তবৃন্দ রথটনার মাধ্যমে ১৪১ তম রথ যাত্রার শুভ সূচনা শুরু করবে সাতদিনের মাথায় একই বারে উল্টো রথটানার মাধ্যমে রথ উৎসব সমাপ্ত হবে। সাচার জগন্নাথ ধাম পূজা উদযাপন ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে সপ্তাহ ব্যাপী রথ যাত্রা অনুষ্ঠানে ভারতের আগরতলা ও ত্রিপুরা থেকে ভক্তবৃন্দ সমবেত হবে।এ উপলক্ষে বিভিন্ন পন্যের প্রায় দেড়শতাধিক স্টল ইতিমধ্যে স্থান পেয়েছে । প্রসংগত ঐতিহ্যবাহী রথটি সাচারের তৎকালিন জমিদার স্বর্গীয় গঙ্গা গোবিন্দ সেন ১২৭৫ সালে নির্মাণ করেণ। “শ্রী শ্রী দারু ব্রহ্মোদয় গ্রন্থে” জানা যায় ভারতের পূরীধামে জগন্নাথ দর্শন করতে গেলে, জগন্নাথ দর্শন না দেওয়ার সেন মহাশয় সেখানেই আমরন অনশন আরম্ভ করেন। তথায় শ্রী ভগবানের স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া দেশে আসিয়া নিজ গ্রাম সাচারে জগন্নাথ, বলরাম, শুভদ্রার বিগ্রহ নির্মান করার মাধ্যমে ঐতিহাসিক রথটি প্রতিষ্ঠা করেণ।তখন থেকেই রথ যাত্রা শুরু ।
কচুয়া : ছবি ১/সাচার রথের একাংশ
Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/kachuaba/public_html/wp-includes/class-wp-comment-query.php on line 399