কচুয়ায় ওয়ারেন্টভূক্ত ১০ আসামী গ্রেফতার
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় ওয়ারেন্টভূক্ত ১০ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।১৭ মে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক,যৌতক,চুরি এবং নারী ও শিশু দমন আইনে দায়ের করা মামলার পলাতক ১০ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:যৌতক মামলায় কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের ওসমান (সাগর),কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জিলানী,মাদক মামলায় পৌরসভার কড়ইয়া গ্রামের আল আমিন,চুরির মামলায় আকিয়ারা গ্রামের রফিকুল ইসলাম,আশ্রাফপুর গ্রামের নসু মিয়া,মো. কামলা উদ্দিন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের মো. দুলাল,নয়ন আক্তার,মো. মিলন ও সাচার গ্রামের নাজমুল হোসেন।কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান,রবিবার বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত গ্রেফতারকৃত ১০ জনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ছবি: কচুয়ায় গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত ১০ আসামী ।
Leave a Reply