সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ন স্ট্যাটাসের ঘটনায়
কচুয়ায় এলাকাবাসীর প্রতিবাদ
কচুয়া বার্তা রিপোর্ট ॥
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ন স্ট্যাটাসের ঘটনায় কচুয়ায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রবিবার উপজেলার পৌরসভার সুবিদপুর গ্রামে এলাকাসীর আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তাগন জানান , আমাদের সুবিদপুর এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল মিঠু এলাকায় মসজিদ,মাদ্রসা,এতিমখানা,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল সমাজ সেবক শরীফুল ইসলাম মিঠুর মোবাইলের কথোপকথন এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। তারা মিঠুর সম্মানহানী করতে এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ঈশ্বানিত হয়ে তার বিরুদ্ধে প্রপাগান্ডায় লিপ্ত হয়। মিঠুর বিরুদ্ধে এ সব কুরুচিপূর্ন স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাউছার আহমেদ,বিএনপি নেতা মো. কবির হোসেন সেলিম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুল হক,ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন ,পৌর ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম ও সমাজ সেবক জাহাঙ্গীর ্অলম প্রমূখ।
প্রসংগত: শরীফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে কুরুচিপূর্ন স্ট্যাটাসের ঘটনায় তিনি রবিবার কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।
ছবি: কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ন স্ট্যাটাসের ঘটনায় কচুয়ায় এলাকাবাসীর প্রতিবাদের একাংশ।
Leave a Reply