বৃহত্তর কুমিল্লা সমিতির দোয়া ও ইফতার॥ কুমিল্লা বিভাগ ঘোষনার দাবী
নিজস্ব সংবাদদাতা :
ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি’র কাউন্সিল হলে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে চাঁদপুর ,কুমিল্লা ,ব্রাহ্মনবাড়িয়া ৩ জেলার বিশিষ্টজনদের অংশ গ্রহনে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৪টার পর তিন জেলার বিশিষ্টজনদের অংশগ্রহনে হলরুম কানায় কানায় ভরে মিলন মেলায় পরিনত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ড.জাকির হোসেনে এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামান মানিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগের সচিব তাজুল ইসলাম,সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ,পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ডা. মো.আমিনুল ইসলাম । তাছাড়া বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি কমোডোর ছানাউল্যাহ নোমান,মো. শাহজাহান,ড. মো.আমজাদ হোসেন,সাধারন সম্পাদক লায়ন মো. এমরানুল হক,ইফতার প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল্লাহ আল জহির স্বপন,কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী প্রমূখ। বক্তাগন চাঁদপুর ,কুমিল্লা ,ব্রাহ্মনবাড়িয়ার সমন্বয়ে অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষনা করতে সরকারের যথাযথ কতৃপক্ষের নিকট দাবী জানান। এ সময় কচুয়ার কৃতিসন্তন জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক মো.মফিজুল ইসলাম,অর্থ মন্ত্রনালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াকুব হোসেন ,কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব মাকসুদা আক্তারসহ ,সমিতির সদস্য , সুধীজন দোয়া ও ইফতার অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
Leave a Reply