বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১২ মার্চ বুধবার বিকেলে কচুয়া বিশ্বরোডে অবস্থিত জমজম হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তাগণ রমজান তাকোয়ার মাস। আল্লাহকে ভয় করে সমাজের সেবা ও দ্বীনের জন্য কাজ করতে সবাইকে দায়িত্ববান হওয়ার আহবান জানান ।বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া পৌরসভার সভাপতি মুফতি মাওলানা রিয়াসুল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মসলিস ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমি।বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মসলিস কচুয়া শাখার সভাপতি মুফতি মাওলানা নুরুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন। এ ছাড়া বক্তব্য রাখেন,পৌর সহ-সভাপতি সাইফুল ইসলাম, কাজী আবু বক্কর হানিফ, সাধারন ,সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্যাহ ।কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রহমান। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।
Leave a Reply