কচুয়ায় নগদের উদ্যোক্তা মিট-২০২৪ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি॥
“স্বপ্ন আর সাহসে এগিয়ে যাই এক সাথে ”এই শ্লোগানকে সামনে রেখে নগদ উদ্যোক্তা মিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কচুয়া উপজেলার রাজমহল হোটেল এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে নগদের কচুয়ার ডিলার অনিক এন্টারপ্রাইজের আয়োজনে উদোক্তা মিটের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০ জন উদ্যোক্তা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। ইমরান হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগদ এর কুমিল্লা অঞ্চলের এরিয়া ম্যানেজার শামিম আল জাবি।এ সময় তিনি বলেন,আড়াই লক্ষ উদ্যোক্তার মাধ্যমে নয় কোটির বেশী গ্রাহক নিয়ে দ্বিতীয় বৃহত্তম কোম্পানী নগদকে সাথে নিয়ে একই সাথে আমাদের পথ চলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর এরিয়া টেরিটরি ম্যানেজার সেলিম মিয়া, চান্দিনার আশ্রাফ, কচুয়ার আশিফ সোহান অনিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী পারভেজ হোসেন অনিক ও ম্যানেজার মাহফুজুর রহমান সহ উপজেলার বিভিন্ন এলাকার উদ্যোক্তাগন।
। অনুষ্ঠানে নগদের ডিলার অনিক এন্টারপ্রাইজ উদ্যোক্তাদের মধ্যে টি শার্ট বিতরন,সেরা তিন উদ্যোক্তাকে সনদ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে উপহার সামগ্রী প্রদান করেন।
ছবি:কচুয়ায় নগদের উদ্যোক্তা মিট অনূষ্ঠানে সনদ বিতরন করছেন নগদ কুমিল্লা অঞ্চলের এরিয়া ম্যানেজার শামিম আল জাবি।
Leave a Reply