1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

কচুয়ার কোয়াচাঁদপুরে পল্ট্রিফার্মে অগ্নিসংযোগ ॥আটক অগ্নিসংযোগকারী মুচলেকা দিয়ে জামিন

  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৮০ বার পড়া হয়েছে
ক্যাপশন: কচুয়ার কোয়াচাঁদপুরে অগ্নিকান্ডের ঘটনায় শালিস বৈঠকের একাংশ ইসসেটে অগ্নিসংযোগকারী সাগর।

কচুয়া পৌরসভার কোয়াচাঁদপুরে পল্ট্রিফার্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।রবিবার ৩০ মে কোয়াচাঁদপুর গ্রামের হাওলাদার বাড়ির গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদের বসত ঘরের পশ্চিম পাশে অবস্থিত পল্ট্রিফার্মে রাত আনুমানিক সাড়ে নটার সময় একই বাড়ির লুৎফর রহমানের ছেলে সাগর আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন ছুটে আসলে সাগর দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। থানা পুলিশ রাতে সাগরকে বাছাইয়া এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় সাগর জানান সে অন্যের প্ররোচনায় শাহীন আজাদের পল্ট্রিফার্মে আগুন ধরিয়ে দেয়। পরদিন সোমবার কোয়াচাঁদপুর গ্রামের শালিসদের মধ্যস্ততায় শালিস বৈঠকে তিনবার আগুন লাগানের জন্য শালিসীগন সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে। সাগর ভবিষ্যতে অগ্নিসংযোগ করা ও কার সাথে কোনপ্রকার কলহে জড়িত হবেনা তার পরিবারের মুচলেকা প্রদানের পর সাগরকে ছেড়ে দেওয়া হয়। এ সময় ২ নং ওয়ার্ডের এলাকার কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,সাবেক কাউন্সিলর আবুল কালাম, যুবলীগ নেতা মহসিন রেজা,সাগরের পিতা লুৎফর রহমান,মা আমেনা বেগম,দুইভাই ফটিক ও ইয়াছিন,ফুফাতো ভাই রাসেল,মামা টিফু, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শাহীন আজাদ,তার ভাই আবুল বাসার,শালিসী জাফরুল হাসান সেলিমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে সাগরের পরিবারের পক্ষ থেকে জানান হয় সাগরের মাসিক সমস্যা থাকার কারনে সাগর এ ধরনের নাশকতা করেছে,ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করতে না পারে সে জন্য তাকে মানষিক চিকিৎসক দেখিয়ে তার চিকিৎসা করাবেন। প্রসংগত : কোয়াচাঁদপুর হাওলাদার বাড়ির গাজাীউর রহমানের ছেলে শাহীন আজাদের বসত ঘর,মুগীর খামার ও পল্ট্রিফার্মে ২৪.২৫ ও ৩০ মে তিনদফা অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে

ক্যাপশন: কচুয়ার কোয়াচাঁদপুরে অগ্নিকান্ডের ঘটনায় শালিস বৈঠকের একাংশ ইসসেটে অগ্নিসংযোগকারী সাগর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার