1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

কচুয়া সাচারে বাজারে আরএফএলের এক্সক্লোসিভ শো-রুমের উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৬৩৮ বার পড়া হয়েছে
কচুয়া সাচার বাজারের কামাল টাওয়ারে অবস্থিত অঙ্কুর রেক্সিন হাউসে আরএফএলের এক্সক্লোসিভ শো-রুমের উদ্বোধন করছেন প্রধান অতিথি বঙ্গ বিল্ডিং মেটারিয়ালস লিমেটেডের নির্বাহী পরিচালক চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধরসহ অতিথি বৃন্দ।

সামাজিক দুরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বাজারের কামাল টাওয়ারে অবস্থিত অঙ্কুর রেক্সিন হাউসে আরএফএলের ডিলার এক্সক্লোসিভ শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার অঙ্কুর রেক্সিন হাউসের স্বত্বধিকারী সুবুল সরকারের আয়োজনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা ও কেক কেটে অঙ্কুর রেক্সিন হাউসে আরএফএলের ডিলার এক্সক্লোসিভ শো-রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গ বিল্ডিং মেটারিয়ালস লিমেটেডের নির্বাহী পরিচালক চিফ অপারেটিং অফিসার দিলীপ কুমার সূত্রধর।
সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাচার জগন্নাথ ধামপূজা এবং সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসুর পরিচালনায় উদ্বোধনোত্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আরএফলের জেনারেল ম্যানেজার মোঃসোলাইমান হোসেন, আরএফএলের এক্সক্লোসিভ শো-রুমের ইনচার্জ রাশেদুল হাসান,ডিভিশনাল সেলস ম্যানেজার আল আমিন হোসাইন, আরএফএলের এক্সক্লোসিভ শোরুমের ডিপুটি ম্যানেজার বনি আমিন শিমুল,জেনারেল ম্যানেজার মোঃ রিপন প্রমানিক, আরএফএলের ঢিলার এক্সক্লোসিভ শো-রুমের এরিয়া ম্যানেজার মোঃসাব্বির,সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভুইয়া হিরা,সাধারন সম্পাদক সেলিম কবীর,কামালা টাওয়ার কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিলসহ সাচার বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার