কচুয়ায় পিস্তল ও গুলি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা ⥮
কচুয়ায় পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব -১০। ২ সেপ্টম্বর মঙ্গলবার রাতে র্যাব-১০ এর যাত্রাবাড়ি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কচুয়ার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব সুত্রে জানা গেছে , উপজেলার মাঝিগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের পরিত্যক্ত টিনের ঘরের ভাঙ্গা টিনের বেড়ার পার্শ্বে পলিথিনি মোড়ানো ছিল এসব অস্ত্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।তবে এর সঙ্গে জড়িত কাউকে খুঁজে পাওয়া যায়নি।এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অস্ত্র উদ্ধারে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাগন। উদ্ধারকৃত এসব অস্ত্র কচুয়া থানায় রয়েছে থানা সুত্রে জানা গেছে।
ছবি: কচুয়ায় উদ্ধারকৃত অস্ত্র।
Leave a Reply