কচুয়ায় জোরপূর্বক জায়গা দখল ও ফলজ গাছের চারা কর্তনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় জোরপূর্বক জায়গা দখল ,সীমানার বেড়া তুলে ফেলা ও ফলজ গাছের চারা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সোলাইমানের ছেলে সিলিম গাজী জানান আমাদের পাশ্ববর্তী বাড়ির প্রবাসী জুয়েল চৌধরিীগং শুক্রবার রাতে তাদের লোক দিয়ে শত্রুতামূলকভাবে আমাদের দখলীয় জায়গায় রোপনকৃত বিভিন্ন ফলজ গাছের চারা কর্তন করে ও সীমানার বেড়া ভেঙ্গে ফেলে। সকালে আমরা তা দেখে বাড়ির লোকজনকে অবহিত করি। তিনি আরো জানান আমরা জুয়েলগংদেও নিকট ৫১ শতক জায়গা বিক্রি করেছি। আমরা প্রবাসে থাকার কারনে জুয়েল চৌধুরীগং লোক দিয়ে আমাদের অতিরিক্ত জায়িগা দখল করে রেখেছে। বার বলার পরও তারা গ্রাম্য শালিশ না মেনে আমাদের জায়গা দখল ,সীমানা বেড়া তুলে ফেলা ও বাগানে রোপনকৃত গাছের চারা কেটে ফেলে দেয়।
বরং শহীদ চৌধুরী গং গ্রাম্য শালিশ না মেনে উল্টো আমাদের বিরুদ্ধে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং আমাদের ফলজ গাছের চারা কেটে ,বেড়া তুলে ফেলে।
এ ব্যপারে জুয়েল চৌধুরী গংদের বাড়িতে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কচুয়া থানা এসআই মফিজুল ইসলাম জানান উভয় পক্ষই কচুয়া থানায় অভিযোগ করেছে। উভয় পক্ষকে কোন প্রকার সহিংশতায় না জড়ানোর জন্য বলেছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ছবি: কচুয়ার শ্রীরামপুর গাজী বাড়িতে সীমানার বেড়া ও গাছের চারা কর্তনের একাংশ।
Leave a Reply