কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় গুনগত মানসম্পন্ন শিক্ষা অর্জন সম্ভব : পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ডা.আমিনুল ইসলাম
কচুয়া বার্তা রিপোর্ট ॥ কচুয়া উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ জুলাই শনিবার উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঢাকাস্থ কচুয়া সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কচুয়ার কৃতিসন্তান ডা. মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন শিক্ষক ,শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় গুনগত মানসম্পন্ন শিক্ষা অর্জন সম্ভব। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনে আমাদের সন্তানরাই হবে আধুনিক বাংলাদেশের বির্নিমাতা। তিনি আরো বলেন খেলাধুলা শিক্ষার্থীদের মানষিক ও শারীরিক বিকাশ ঘটায়।তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দিতে হবে।
সমিতির সদস্য এএসপি নবীর হোসেন ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক শারফিন হোসাইনের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান মেহেদী,সমিতির উপদেষ্টা ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদ উল্লাহ কায়সার,উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন,নিশ্চিন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন,পালাখাল রুস্তমআলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের,সংসদ সচিবালয়ের সিকিউরিটি ইন্সপেক্টর আ: বারী,সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,সমিতির সদস্য মোস্তফা শরীফ টিটু, শাহজাহান মজুমদার,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য লুৎফর রহমান ,প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমূখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেলার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply