কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির কমিটি পূর্ণগঠন,সদস্য সংগ্রহ ও ৩১ দফার লিফলেট বিতরণ
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন ,ওয়ার্ড কমিটি পূর্ণগঠন,সদস্য সংগ্রহ ,নবায়ন ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে বুরগী কিন্ডাগর্টেন স্কুল মাঠে উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনের পরামর্শক্রমে ইউনিয়ন ,ওয়ার্ড কমিটি পূর্ণগঠন,সদস্য সংগ্রহ ,নবায়ন ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আ: করিম রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন মেম্বারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধান।
এ সময় তিলি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে।ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটি পূর্ণগঠন করে অচিরেই পূর্নাঙ্গ কমিটি করে দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে। তাই নির্বাচনকে সামনে রেখে তৃনমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী আ: হাই,ফখরুল ইসলাম, গোহট দক্ষিন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনির হোসেন ,সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াজেদ আলী লিটন,সদস্য শাহজাহান পাটওয়ারী , ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন,আ: রব,জয়নাল আবেদীন,আ: রহিম,মোখলেছুর রহমান ,মঞ্জুর আহমেদ,সাধারন সম্পাদক শরীফ আজম,মহিব উল্লাহ,তফাজ্জল হোসেন,আমিনুল ইসলাম প্রমূখ।
এসময় গোহট উত্তর ,ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ হোসাইন জাকির, যুগ্ম আহবায়ক জুয়েল মজুমদার,রাসেল হোসাইন, সে¦চ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন মিয়াজী,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ পাটওয়ারী ,অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ,ছাত্রদল নেতা কবির হোসেনসহ বিপুল সংখ্যক কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধানসহ অতিথিবৃন্দ।
—
Leave a Reply