কচুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৪৭%
ফলাফলের শীর্ষে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
কচুয়া বার্তা রিপোর্ট ॥
বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় কচুয়ায় পাশের হার ৪৭%। এসএসসিতে ৩১৯০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১০০জন জিপিএ-৫সহ পাশ করেছে ১৪০৩জন ,পাশের হার শতকরা ৪৩.৯৮ , উপজেলায় ফলাফলের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়।এই প্রতিষ্ঠান থেকে ১১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৩২ জন জিপিএ-৫সহ পাশ করেছে ৯৮জন , পাশের হার ৮৬.৭৩।
অপরদিকে পাথের উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে মাত্র ৩ জন পাশ করে ফলাফলের সর্ব নিম্মে রয়েছে।
কারিগরি শিক্ষা বের্ডের অধীনে ৩টি প্রতিষ্ঠান থেকে ভকেশনালে ২৬৬জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ১২জন জিপিএ-৫সহ পাশ করেছে ১৪৬জন ,পাশের হার৫৪.৮৮ জন।কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে থেকে ৭১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ৬জন জিপিএ-৫সহ পাশ করেছে ৪৬জন ,পাশের হার শতকরা ৬৬।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ১৩৬৪জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২ জন জিপিএ-৫সহ পাশ করেছে ৭২০জন,পাশের হার ৫২.৭৮। মাদ্রাসায় ফলাফলের শীর্ষে রয়েছে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা ।এই প্রতিষ্ঠান থেকে ৩৩জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে উর্ত্তীন হয় ৩০ জন । পাশের হার ৯১ %।
Leave a Reply