কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী শাহেদা আক্তার (৫৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ সাহেদা আক্তারকে গ্রেফতার করা হয়। ঢাকার মিরপুর কালশী ২২ তলা রশীদার বস্তির বাসিন্দা হুমায়ুন কবিরের স্ত্রী মাদক ব্যবসায়ী শাহেদা আক্তার। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহেদা আক্তারকে ৭ কেজি গাঁজাসহ শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় ৩ জুলাই বৃহস্পতিবার চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply