কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন
সভাপতি আলমগীর চৌধুরী ,সম্পাদক আমির হোসেন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
কচুয়া উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ২৮ জুন শনিবার কচুয়া ক্যামব্রিয়ান স্কুল মিলনায়তনে সকল প্রতিষ্ঠানের ভোটারদের সমঝোতার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মাঝিগাছা ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন চৌধুরীকে সভাপতি ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো. আমির হোসেন মজুমদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ৩ বছর মেয়াদী এ কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজালাল প্রধান ও কোষাধ্যক্ষ হিসেবে ফখরুদ্দিনকে মনোনীত হয়।
উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মফিজুল ইসলাম,সদস্য শহীদুল উল্যাহ,আব্দুর রাজ্জাক সর্দার,কবির হোসেন,আনোয়ার হোসেন মনোনীত হয়।
এসময় নব নির্বাচিত সভাপতি আলমগীর চৌধুরী ও সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার বলেন, উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮৬টি কিন্ডারগার্টেন স্কুলের লেখাপড়ার গুনগত মানোন্নয়নে আমরা সবাই মিলে কাজ করবো। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন শিক্ষণ উপকরণ এবং কৌশল ব্যবহার প্রতিটি প্রতিষ্ঠানকে পাঠদানের শ্রেষ্ঠ কেন্দ্রে হিসেবে গড়ে তুলবো। আরো বলেন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নে কচুয়া কিন্ডারগার্টেনর আওতাভূক্ত স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানে ছিলেন,আব্দুর রাজ্জাক মিয়াজী,আনোয়ার হোসেন,কবির হোসেন,শহীদ উল্লাহ,মফিজুর রহমান,কামাল হোসেন,গাজী ইয়াছিনসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও পরিচালকগন উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব নির্বচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের ফাইল ছবি।
Leave a Reply