বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে যোগদান ও সংবর্ধনা প্রদান
বংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুন্ন করে কোন চুক্তি বাংলাদেশ খেলাফতে মজলিস সমর্থন করেনা : সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল আহমেদ
নিজস্ব সংবাদদাতা ॥
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে যোগদান ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।২৪ মে শুক্রবার বিকেলে কচুয়া পৌর সভার দারুত তাকওয়া মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: ফয়সাল আহমেদ। এ সময় তিনি বলেন বংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুন্ন করে এদেশের কোন চুক্তি বাংলাদেশ খেলাফতে মজলিস সমর্থন করেনা। তথা ট্রানজিট,মানবিক করিডোর,ইসলামী দলগুলির সাথে আলোচনা না করে কোন চুক্তি আমরা হতে দিবনা।
বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর কমিটির সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি ও চাঁদপুর -১ কচুয়া আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মো : আনিছুর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন,মাওলানা এনামুল হক মুসা, নির্বাহী সদস্য মাওলানা ফয়জুল্লাহ, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও: লিয়াকত হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কচুয়া শাখার সাবেক সভাপতি মাওলানা মো : জুন্নুনুর রহমান । আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস,কচুয়া উপজেলা কমিটির সহসভাপতি মাওলানা সফিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, পৌর কমিটির সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম,বিতারা ইউনিয়নের সাধারন সম্পাদক মাওলানা সাইদুর রহমান,চাঁদপুর যুব মজলিসের সভাপতি মাওলানা তারেক হাসান ,ছাত্র মজলিস কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমূখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে নব যোগদানকৃত মাওলানা জামিল ওসমান,মাওলানা মাসুদুর রহমান,সোলাইমান,মাওলানা হেলাল উদ্দিন ও আলমগীর হোসেনসহ অন্যান্য নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ছবি: কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের সবংর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: ফয়সাল আহমেদ।
Leave a Reply