কচুয়ার ধামালুয়া স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কচুয়া বার্তা রিপোর্ট॥
কচুয়ার ধামালুয়া স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার ধামালুয়া পশ্চিম পাড়ায় অবস্থিত সামাজিক সংগঠন স্বপ্নচারী ফাউন্ডেশনের আয়াাজনে দিনব্যাপী হাঁস ধরা,মোরগ লড়াই,হাড়ি ভাঙ্গা,শব্দের খেলা, বিস্কুট খেলা,বল বালতি খেলা,সাইক্লিংসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়ােজন করা হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক মো.খোরশেদ আলম। সংগঠনের সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামালুয়া ,গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক হাবিব উল্যাহ হাবিব, সংগঠনের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন।
এ সময় বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি ও কচুয়া বাতা সম্পাদক আলমগীর তালুকদার, সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ বাবু, ইয়াসিন আহমেদ হিমেল, সাধারণ সম্পাদক জামশেদ সোহাগ,যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, ক্রীড়া সম্পাদক রোকন, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান গাউস, অর্থ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ মিরাজ, ত্রান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল,সদস্য আলাউদ্দিন, বাবুল, সিটি মেডিকেলের মার্কেটিং ম্যানেজার হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়েিদর মাঝে পুরস্কার বিতরণ করেন মোঃ খোরশেদ আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ ।
ছবি:কচুয়া ধামালুয়া স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
Leave a Reply