কচুয়ার কড়ইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মিলাদ
নিজস্ব সংবাদদাতা ॥ কচুয়ার কড়ইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শনিবার কচুয়া বিশ্বরোডে অবস্থিত রাজমহল চাইনিছ রেস্টুরেন্টে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেনর নির্দেশে দেশনেত্রী বেগম খালেদ জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা উপলক্ষে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান।
উপজেলা মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শাহজাহান সিরাজ ,মিজানুর রহমান মিয়াজী, নাছির আহমেদ মিলন,উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড.মাসুদ প্রধানিয়া, যুগ্ম আহবায়ক অ্যাড.বোরহান উদ্দিন,পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্যাহ আমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান,সহ-সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক গাজী রশীদ, পৌর ছাত্র দলের সাধারন সম্পাদক মো. নোমান হোসাইন,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হানিফ,সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া,যুবদল নেতা ইকবাল ,রাহাত হোসেন,দিদার ,ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো. জিসান প্রমূখ।
এ সময় পৌর বিএনপির,যুগ্ম আহবায়ক এনামুল হক প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, চাপই ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাছান মিরাজ, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেনসহ বিএনপিও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকগন অংশগ্রহন করেন। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শাহজাহান সিরাজ।
ছবি: কচুয়ার কড়ইয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে দোয়া মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির প্রধানসহ দলীয় নেতৃবৃন্দ।
Leave a Reply