কচুয়ায় বিধবার বাড়িঘরে হামলা ও ভাংচুর॥ গ্রেফতার -১
স্টাফ রিপোর্টার ॥:কচুয়ার সফিবাদ গ্রামে এক অসহায় বিধবা নারীর বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় নুরুন্নাাহার (৩০)নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার কচুয়া থানার ওসি আ: হালিমের সার্বিক নির্দেশেনায় এসআই মিন্টু কুমার ধর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার বিবাদী সফিবাদ গ্রামের ছিদ্দিকুর রহমানের স্ত্রী নুরুন্নাহারকে গ্রেফতার করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, রোজিনার স্বামী ইব্রাহীম ফকির দীর্ঘদিন আটকে থেকে ২০২৪ সালের ১৮ই জানুয়ারী লিবিয়ায় দালালের খপ্পরে পরে মারা যায় । পরবর্তীতে তার স্বামীকে লিবিয়া থেকে দেশে এনে সফিবাদে দাফন করা হয়। স্বামীর অবর্তমানে রোজিনা বেগম তার ৩ ছেলে-মেয়ে নিয়ে গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় বসবাস করে আসছেন। রোজীনার স্বামী প্রবাসে মারা যাওয়ার পর অবুঝ ৩ ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে স্থানীয়দের পাশাপশি ওই এলাকার সফিবাদ আল ফালাহ সামাজিক সংগঠন উদ্যোগে এবং আর্থিক সহায়তায় একটি নতুন ঘর নির্মান করে দেয়। ওই ঘরে ছেলে-মেয়েদের নিয়ে বিধবা রোজিনা বসবাস করে আসছে। কিন্তু তাঁর সম্পর্র্কীয় ভাসুর মোহাম্মদ আলী সম্প্রতি তার রান্নাঘর ও টিউবওয়েল সরিয়ে নিতে বলে। এক পর্যায়ে মোহাম্মদ আলী বহিরাগত লোকজন এনে রোজিনার রান্নাঘর বিভিন্ন স্থাপনা ভাংচুর করে এবং তাকে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি-ধামকি প্রদান করে। এ ঘটনায় মৃত ইবরাহীম ফকিরের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ২০ নভেম্বর প্রতিপক্ষ মোহাম্মদ আলী, নুরুন্নাহার বেগম, কুহিনুর বেগম ও পারভিন বেগমকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তদ›ন্ত শেষে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ২১, তারিখ :৩০.১১.২০২৪। সে মামলায় নুরুন্নাহারকে গ্রেফতার করা হয়।
Leave a Reply