কচুয়ায় বিধবার বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ
বিশেষ প্রতিনিধি॥কচুয়ার সফিবাদ গ্রামে এক বিধবা নারীর বাড়িঘরে হামলা ও ভাংচুর এবং শ্রীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত ইবরাহীম ফকিরের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ২০ নভেম্বর প্রতিপক্ষ মোহাম্মদ আলী, নুরুন্নাহার বেগম, কুহিনুর বেগম ও পারভিন বেগমকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, রোজিনার স্বামী ইব্রাহীম ফকির দীর্ঘদিন আটকে থেকে ২০২৪ সালের ১৮ই জানুয়ারী লিবিয়ায় দালালের খপ্পরে পরে মারা যায় । পরবর্তিতে তার স্বামীকে লিবিয়া থেকে দেশে এনে সফিবাদে দাফন করা হয়। স্বামীর অবর্তমানে রোজিনা বেগম তার ৩ ছেলে-মেয়ে নিয়ে গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় বসবাস করে আসছেন। তিনি আরো জানান, আমার স্বামী প্রবাসে মারা যাওয়ার পর অবুঝ ৩ ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে স্থানীয়দের পাশাপসি ওই এলাকার সফিবাদ আল ফালাহ সামাজিক সংগঠন উদ্যোগে এবং আর্থিক সহায়তায় একটি নতুন ঘর নির্মান করে দেন। ওই ঘরে আমি ছেলে-মেয়েদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। কিন্তু আমার সম্পর্র্কীয় ভাসুর মোহাম্মদ আলী সম্প্রতি আমার রান্নাঘর ও টিউবওয়েল সরিয়ে নিতে বাধা দেন। এক পর্যায়ে মোহাম্মদ আলী বহিরাগত লোকজন এনে আমার রান্নাঘর বিভিন্ন স্থাপনা ভাংচুর করে এবং আমাকে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি-ধামকি প্রদান করে। আমি আমার অসহায় ৩ ছেলে-মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগীতা চাই।
স্থানীয় অধিবাসী মুসলেম মিয়া জানান, ইব্রাহীম মারা যাওয়ার আগ থেকেই এই স্থানে ঘর নির্মান করে বসবাস করছে। কিন্তু বর্তমানে মোহাম্মদ আলী প্রভাব খাটিয়ে বিধবার স্ত্রী-সন্তানদেরকে উচ্ছেদের চেষ্টা করছে। গ্রামবাসী বাধা দিলে উল্টো তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে মৃত ইব্রাহীমের স্ত্রী রোজিনার একটি মানব প্রচার ও হত্যা মামলা চলমান রয়েছে। সরজমিনে খবর নিয়ে জানা যায় উক্ত মামলার বিবাদীগনের সহায়তাকারী হলো মৃত ইব্রাহীমের বাবার প্রথম সংসারের বড় ভাই মাওলানা মোহাম্মদ আলী। উক্ত মামলা পিবিআই চাঁদপুর তদন্ত করছেন। রোজিনা বেগম উক্ত ঘটনায় এলাকাবাসী,বিভিন্ন সামাজিক সংগঠন,কচুয়া থানা এবং পিবিআই চাঁদপুরের নিকট আইনি সহায়তা এবং সন্তানসহ নিজের স্বাভাবিক জীবন-যাপনের নিরাপওার প্রদানের ব্যবস্থা গ্রহনের জরুরী হস্থক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে কচুয়া থানার ওসি মো: আ: হালিম জানান তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply