1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

কচুয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
ছবি: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য প্রদানের ঘটনায় কচুয়ায় উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রধান

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে
কচুয়া উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ হোসেনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়কের পৌরসভার বাসভবন প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ন কবির প্রধান।
তিনি উল্লেখ করেন, ২৫ অক্টোবর শুক্রবার উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের বিএনপি নামধারী মাওলানা আ: লতিফ বজুরীখোলা গ্রামে একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করে। ্আমরা উপজেলা ,পৌর ব্এিনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নামধারী বিএনপি নেতা মাওলানা আ: লতিফের কটুক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা,প্রতিবাদ এবং ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের দাবী জানাচ্ছি। তারমতো কুলাঙ্গার বিএনপিতে দরকার নেই। তিনি প্রশাসনের কাছে অচিরেই আ: লতিফকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তিনি আরো বলেন কচুয়া উপজেলা ,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা অনুমোদিত কমিটি থাকা সত্বেও একটি গোষ্টি স্বঘোষিত কমিটি দিয়ে ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এ ব্যাপারে জেলা ও কেন্দ্রের যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান,যুগ্ম আহবায়ক এডভোকেট মকবুল হোসেন মিয়াজী,গাজী মো: শাহজাহান সিরাজ,সদস্য মনির হোসেন খোকা,পৌর বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ হাবিব ভেন্ডার,সদস্য সচিব আমান উল্যাহ,যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম,আবদুস সালাম প্রধান,এরশাদ উল্যাহ,জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান,উপজেলা যুবদলের আহবায়ক মো.মহিউদ্দিন মজুমদার,সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন,সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়া,যুগ্ম আহবায়ক গাজী মিয়া,পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন,যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন,কামাল হোসেন কামু,উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান,পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেন,উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল,সাধারন সম্পাদক আ: রশিদ গাজী,পৌর ছাত্রদলের সভাপতি ইমান আলী ও সাধারন সম্পাদক রোমান হোসাইনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মী সমর্থকগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার