কচুয়ায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প
সংবাদদতা :কচুয়ার সার্বিক আইন শৃঙ্খলা ও থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সারা দেশের ন্যায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বিভিন্ন এলাকায় হামলা লুটপাট প্রতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা ,সংখ্যালগু পরিবারের উপর হামলা প্রতিরোধ ও কচুয়া থানার নিরাপত্তা জোরদার করতে কচুয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাজহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট এহাান মুরাদের নেতৃত্বে কচুয়ার বিভিন্ন এলকায় টহল জোরদার করা হয়েছে।যে কোন অনাকাঙ্খিত ও অনভিপ্রেত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে।২০ জুলাই চাঁদপুর থেকে কার্যক্রম চালু হয়ে ৯ আগষ্ট থেকে কচুয়ায় অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম শুরু হয়। জরুরী প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগীতা পেতে কচুয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তার মোবাইল নং ০১৬৮৪৫৪৮৭৭৯০ অথবা সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবে।
ছবি: কচুয়ায় বাংলাদেশ সেনাবাহিনী।
Leave a Reply