মো: ইব্রাহীম কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উবি’র সভাপতি নির্বাচিত
নিজস্ব সংবাদদাতা ॥ মো: ইব্রাহীম কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।২৫ জুন মঙ্গলবার বিদ্যালয়ের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সভাপতি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের দাতা,নির্বাচিত অভিভাবক সদস্য,শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সচিবালয়ের পরিচালকের (প্রকল্প ও উন্নয়ন) প্রাইভেট সেক্রেটারী কচুয়ার নন্দনপুর এলাকার কৃতিসন্তান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত ইদ্রিস মিয়ার সুযোগ্য সন্তান মো: ইব্রাহীম মিয়া নতুন সভাপতি নির্বাচিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধান চন্দ্র ভৌমিক,দাতা সদস্য ডা: ইসমাইল হোসেন সিরাজী,অভিভাবক সদস্য মো: মো: লোকমান হোসেন,মো:ইব্রাহীম,মো:মিজানুর রহমান,ফাহিমা আক্তার আঁখি,পালাখাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ উল্লাহ পাটওয়ারী,সাবেক প্রধান শিক্ষক মো: জমির হোসেন,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নব ননির্বাচিত সভাপতি মো: ইব্রাহীম এক প্রতিক্রিয়ায় জানান শিক্ষার গুনগত মান উন্নয়ন ও বিদ্যালয়ের অসমাপ্ত অবকাঠামোগত উন্নয়ন কাজ করতে সকলের সহযোগীতা চাই। আমি বিশ্বাস করি নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার আমূল পরিবর্তন করতে পারবো,ফলে আমাদের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশে গঠনে ভূমিকা রাখতে পারবে। তাই শিক্ষক,শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি।
ছবি: নব নর্বিাচিত সভাপতি মো: ইব্রাহীম ।
Leave a Reply