কচুয়ার বিশিষ্টজনরা কে কোথায় ঈদ করবেন
কচুয়া বার্তা রিপোর্ট ॥
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমান ধর্মাবলম্বীদের দু’টি ঈদের মধ্যে ঈদুল আযহা অন্যতম। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। নাড়ীর টানে সবাই আপনজনদের সাথে ঈদ উাদযাপন করার জন্য গ্রামে চলে আসে। কচুয়ার বিশিষ্টজনরা যেখানে ঈদের নামাজ আদায় করবেন-
১। ড. সেলিম মাহমুদ এমপি, তথ্য ও গবেষনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পালাখাল ঈদগাহ।
২। ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গুলবাহার ঈদগাহ জামে মসজিদ।
৩। ড. মুনতাসীর মামুন, ২১শে পদক প্রাপ্ত, ইতিহাসবিদ, গুলবাহার ঈদগাহ জামে মসজিদ।
৪। মোঃ গোলাম হোসেন, সাবেক সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, তালতলী ঈদগাহ মাঠ।
৫। মোঃ মাহবুব আলম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, কচুয়া উপজেলা পরিষদ জামে মসজিদ।
৬। ডা. একেএম শহীদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, নয়াকান্দি ঈদগাহ মাঠ।
৭। মো: শাহজাহান শিশির, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, জগতপুর ঈদগাহ মাঠ।
৮। মো: নাজমুল আলম স্বপন, মেয়র কচুয়া পৌরসভা, কচুয়া কেন্দ্রীয় ঈদগাহ।
৯। মো: শাহজালাল প্রধান, নব নির্বাচিত ভাইস চেয়রম্যান, কচুয়া উপজেলা পরিষদ, নিশ্চিন্তপুর ঈদগাহ মাঠ।
১০। ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, নলুয়া।
১১। শাহাদাৎ হোসেন শীবলু, মহাসচিব পেশাজীবী সমন্বয় পরিষদ, নলুয়া ঈদগাহ মাঠ।
১২। ডাঃ জাহাঙ্গীর আলম, রেজিষ্ট্রার কাম সেক্রেটারী হোমিওপ্যাথিক বোর্ড, তুলপাই ঈদগাহ মাঠ।
১৩। আব্দুল মবিন, কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, ভূঁইয়ারা ঈদগাহ মাঠ।
১৪। মো: জাবের মিয়া, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ আমুজান ঈদগাহ মাঠ।
১৫। ড. আবুল হাছানত দুলাল, মনপুরা উত্তর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠ।
১৬। ড. শাহ এমরান, প্রফেসর ফার্মেসী বিভাগ, ঢাবি, দোয়াটি দক্ষিনপাড়া ঈদগাহ মাঠ।
১৭। ড.মো: সাখাওয়াত হোসেন,অধ্যাপক ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,লুন্তি ঈদগাহ মাঠ
১৮। ফয়সাল চৌধুরী জীবন, ব্যবসায়ী ও সমাজসেবক, গুলবাহার ঈদগাহ মাঠ।
১৯। আলহাজ্ব খোরশেদ আলম, চেয়ারম্যান কেজে প্রোপ্রার্টিজ, কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ ।
২০। মোঃ মোশারফ হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক, জুনাশর ঈদগাহ মাঠ।
২১। আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি চাঁদপুর জেলা আওয়ামী লীগ, প্রসন্নকাপ ঈদগাহ মায়দান।
২২। জিএম আতিকুর রহমান, সভাপতি শাহবাগ থানা আওয়ামী লীগ, রাগদৈল ঈদগাহ মাঠ।
২৩। সোহরাব হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, গোহট চৌধুরী বাড়ী জামে মসজিদ।
২৪। এ্যাডভোকেট হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। ইসলামপুর ঈদগাহ মাঠ।
২৫। মো: মনির হোসেন, চেয়ারম্যান সাচার ইউনিয়ন পরিষদ, সাচার ঈদগাহ মাঠ।
২৬। আলমগীর হোসেন, চেয়ারম্যান পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ, বাগমারা ঈদগাহ মাঠ।
২৭। আব্দুস সালাম সওদাগর, চেয়ারম্যান কড়ইয়া ইউনিয়ন পরিষদ, লুন্তি ঈদগাহ মাঠ।
২৮। ইসহাক সিকদার, চেয়ারম্যান বিতারা ইউনিয়ন পরিষদ, নিন্দপুর ঈদগাহ মাঠ।
২৯। হাবিব মজুমদার, চেয়ারম্যান পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ.পালাখাল ঈদগাহ মাঠ
৩০। আরিফুজ্জামান খন্দকার, চেয়ারম্যান কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন পরিষদ.হোসেনপুর ঈদগাহ মাঠ
৩১। এম আখতার হোসাইন, চেয়ারম্যান কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ,তেতৈয়া ঈদগাহ মাঠ।
৩২। মো: কবির হোসেন, চেয়ারম্যান গোহট উত্তর ইউনিয়ন পরিষদ, পালগিরি ঈদগাহ মাঠ
৩৩। রেজাউল মাউলা হেলাল, চেয়ারম্যান আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ, জগতপুর ঈদগাহ মাঠ।
৩৪। নূরে-ই আলম রিহাত, চেয়ারম্যান কাদলা ইউনিয়ন পরিষদ, গুলবাহার ঈদগাহ মাঠ।
৩৫। মোঃ আমির হোসেন, চেয়রম্যান গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ, চাপাতলী ঈদগাহ মাঠ।
৩৬। সফিকুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক কচুয়া বার্তা, আয়মা ঈদগাহ মাঠ।
৩৭। রফিকুল ইসলাম রনি, পরিচালক, বিআরবি ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিঃ, সরাইলকান্দি ঈদগাহ মাঠ।
৩৮। এ্যাড. মাঈন উদ্দিন মাইনু, সদস্য সচিব, কচুয়া উপজেলা জাতীয় পার্টি, নুরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান
৩৯। মো: শাহজাহান (সম্রাট) যুগ্ন সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ। সরাইলকান্দি ঈদগাহ মাঠ।
৪০। সাজেদুল হাসান, রেন্ট কালেক্টর ইনচার্জ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সফিবাদ ঈদগাহ মাঠ।
৪১। আলহাজ্ব শাহজাহান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মধুপুর ঈদগাহ মাঠ।
৪২। কাজী এনামুল হক শামীম, রাজনীতিবিদ, জগতপুর ঈদগাহ মাঠ।
৪৩। খোরশেদ আলম মান্নান, সভাপতি মনোহরপুর উচ্চ বিদ্যালয়, লুন্তি ঈদগাহ মাঠ।
৪৪। খোরশেদ আলম মিয়া, সমাজ সেবক ও ব্যবসায়ী , কচুয়া ডাকবাংলো ঈদগাহ মাঠ
৪৫। আবুল খায়ের ,সিটি এডিটর ,দৈনিক ইত্তেফাক,সহদেবপুর ঈদগাহ মাঠ
৪৬। মোঃ আলমগীর তালুকদার, সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর কচুয়া বার্তা, মধুপুর ঈদগাহ মাঠ।
৪৭। মোঃ হাবিব উল্লাহ হাবিব, সম্পাদক কচুয়া কন্ঠ, ধামালুয়া ঈদগাহ মাঠ।
৪৮। জিসান আহমেদ নান্নু, সম্পাদক শিকড় সংবাদ, তেগুরিয়া ঈদগাহ মাঠ।
৪৯। মো: হুমায়ুন কবির প্রধান ,সভাপতি উপজেলা বিএনপি, কচুয়া বড় মসজিদ
৫০। হুমায়ুন কবির মিয়াজী ,সাধারন সসম্পাদক ঢাকাস্থ কচুয়া সমিতি, সুবিধপুর ঈদগাহ মাঠ।
৫১। ইঞ্জি.মনিরুজ্জামান দেওয়ান মানিক ,সাবেক সহসভাপতি উপজেলা বিএনপি,নাছিরপুর ঈদগাহ মাঠ
৫২। মেঃ আনোয়ার হোসেন ব্যবস্থাপনা পরিচালক, মনপুরাগ্রুপ, ঢাকা ।
৫৩। এ্যাড.জাহাঙ্গীর হোসেন দুলাল, স্পেশাল পিপি ঢাকা মহানগর দায়রা জজ, নোয়াগাঁও ঈদগাহ মাঠ
৫৪। শাহরিয়া (শাহীন), সাবেক ইউপি চেয়ারম্যান গোহট পুরাতন মিয়া বাড়ি জামে মসজিদ
৫৫। মোস্তাফিজুর রহমান জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান, বড়দৈল ঈদগাহ মাঠ
৫৬। ডা. আ: হাই ব্যবস্থাপনা পরিচালক ,আ: হাই ফাউন্ডেশন, মনপুরা উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ।
৫৭। ইমাম হোসেন সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান, পালাখাল ঈদগাহ মাঠ
৫৮। আ: সামাদ আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান, প্রসন্নকাপ ঈদগাহ মাঠ
৫৯। জসিম উদ্দিন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান কচুয়া সদর দক্ষিন, বদরপুর ঈদগাহ মাঠ
৬০। সহিদ দর্জি, সাবেক সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ, হরিপুর দর্জি বাড়ি জামে মসজিদ
৬১। মো: জামাল হোসেন ,সাংগঠনিক সম্পাদক পৌর আওয়ামী লীগ ,কোয়াচাঁদপুর বড় বাড়ি জামে মসজিদ
৬২। খায়রুল আবেদিন স্বপন,সাধারন সম্পাদক,উপজেলা বিএনপি,কাদলা ঈদগাহ মাঠ।
৬৩। কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান, উজানী বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠ।
৬৪। সৈয়দ আঃ জব্বার বাহার, সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, কচুয়া ডাকবাংলো ঈদগাহ মাঠ।
৬৫। জিয়াউর রহমান হাতেম, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, শ্রীরামপুর ঈদগাহ মাঠ।
৬৬। মহিব উল্যাহ মাহী, আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক, মেঘদাইর ঈদগাহ মাঠ।
৬৭। নাজমূল হক মজুমদার মিঠু, ব্যবসায়ী ও সমাজ সেবক, কচুয়া ডাক বাংলো ঈদগাহ মাঠ।
৬৮। কামাল হোসেন অন্তর, পৌর কাউন্সিলর, ধামালুয়া ঈদগাহ মাঠ।
৬৯। আবুল খায়ের রুমি, পৌর কাউন্সিলর, করইশ ঈদগাহ মাঠ।
৭০। মাসুদ আলম, পৌর কাউন্সিলর, করইশ ঈদগাহ মাঠ।
৭১। এ্যাড. মো: মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, পাথৈর কেন্দ্রীয় জামে মসজিদ
Leave a Reply