1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারীর দোয়াত-কলম মার্কার গণসংযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে
ছবি ঃ কচুয়া পৌর বাজারে দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারী।

কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারীর দোয়াত-কলম মার্কার গণসংযোগ
নিজস্ব সংবাদদাতা ॥
তৃতীয় ধাপে ২৯মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব আলী পাটোয়ারী দোয়াত-কলম প্রথীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারনা করেছেন। ১৪ মে মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারনা শেষে বিকেলে কচুয়া পৌর বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলাম। আমারও বয়স হয়েছে। শেষ বয়সে আপনারা আমাকে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দিয়ে আমার পাশে থাকবেন। আমি দীর্ঘ ৩৫ বছর ধরে এই কচুয়ার আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত আছি। আজকের এই গণসংযোগ ও প্রচারনায় বিপুল সংখ্যক মানুষের সারা পেয়েছি। আপনাদের প্রতি আমার আশা ও বিশ^াস আগামী ২৯ মে ভোট গ্রহণের দিন আমার প্রতীক দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্বকালীন সময়ে আমার বিরুদ্ধে কোন দূর্নীতির অভিযোগ উঠেনি ও পাশাপাশি কারো সাথে কোন অসৌজন্যমূলক আচরন করিনি। দীর্ঘ ৩৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে আপনাদের সাথে নিয়ে সুনামের সহিত রাজনীতি করেছি। আমার নেতা এ কচুয়া আসনের সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ কচুয়াকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।আমি নেতার সেই লক্ষ্য বাস্তবায়নে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমি শতভাগ আশাবাদী কচুয়াবাসী আমাকে বিমুখ করবে না। ২৯ মে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে আমার দোয়াত-কলম প্রতীকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল সুখে দুঃখে আমাকে আপনাদের পাশে পাবেন, আজকের এই শাহনেয়ামতের বাজারে দাঁড়িয়ে কথা দিলাম। আপনাদেও রায় পেলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো।
গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ পাটওয়ারী বিএসসি, প্রচার সম্পাদক আলী আজগর প্রধান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, নির্বাহী সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান, পৌর যুবলীগে সহসভাপতি শাহাদাত হোসেন বাদশা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা প্রধান,যুবলীগ নেতা ডালিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক।

ছবি ঃ কচুয়া পৌর বাজারে দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার