1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন

কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৬২৭ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের প্রতীক।

কচুয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ
নিজস্ব সংবাদদাতা ॥
তৃতীয় ধাপে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার সকালে চাঁদপুর জেলা নির্বাচন অফিসে সম্মেলন কক্ষে রিটাণিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়। ১৩ মে রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ১৫ প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর সমগ্র উপজেলা ব্যাপি শুরু হয় প্রার্থীদের প্রচার প্রচারণা। শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে বিকেল সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেনকচুয়া থানার ওসি মো: মিজানুর রহমান।
এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির (কাপ-পিরিচ) কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আইয়ুব আলী পাটওয়ারী (দোয়াত কলম), কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন (ঘোড়া), বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম (টেলিফোন), আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ (আনাসর), কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট মো: মাঈন উদ্দিন (লাঙ্গল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জব্বার বাহার (চশমা), কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান জালাল (উড়োজাহাজ), সাংবাদিক মোহাম্মদ রাকিবুল হাসান (তালা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী- উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ (বৈদ্যুতিক পাখা), উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার (প্রজাপ্রতি), চাঁদপুর জেলা কৃষক লীগের সদস্য জ্যোৎসনা আক্তার (ফুটবল), উপজেলা যুব ও মহিলা লীগের সাধারন সম্পাদক আমেনা আক্তার (কলস), শ্যামলী বেগম (পদ্ম ফুল) ও কুলসুমা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উল্লেখ্য তৃতীয় ধাপে ২৯ মে ইভিএমএ পদ্ধতিতে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৫শত ২৫জন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৫শত ৪৬জন। মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৭হাজার ৯শত ৭৮জন। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১১০টি কেন্দ্র ভোটাররা তাদের ভোটধিকার প্রয়োগ করবে।

ছবি: কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের প্রতীক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার