কচুয়ায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৩॥সহিংসতা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা
সারা দেশের ন্যায় চাঁদপুর-১ কচুয়া আসনে ৭ জানুয়ারী রবিবার জাতীয় সংসদ নির্বাচন। শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষ্যে শনিবার সকালে চাঁদপুর জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যদের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রিফিং করেছেন। তিনি বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে অনভিপ্রেত ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ,কচুয়া উপজেলা নির্বহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান ও ওসি মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শনিবার সকালে জেলা প্রশাসক প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে ভোটের সকল সরঞ্জামাদি বিতরণ করা হয়। ভোটের দিন সকাল ৮টার মধ্যে সকল কেন্দ্রে ব্যালট পেপার বিতরণ করা হবে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ১শত ৯টি কেন্দ্রের মধ্যে ঝূঁকিপূর্ণ হিসেবে ৮৩টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহনের লক্ষে প্রশাসনকে সহযোগীতা করতে সেনাবাহিনী,বিজিবি,র্যাব ,পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে ।জানা গেছে, নির্বাচনের জন্য সেনাবাহিনীর১টি,র্যাবের ১টি,বিজিবির২টি,পুলিশের ৬টি ও আনসার বাহিনীর ১টি স্ট্রাইকিং টীম কাজ করছে। তাছাড়া ৩জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করবে। চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ (নৌকা), জাসদের সাইফুল ইসলাম (মশাল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোঃ সেলিম প্রধান (চেয়ার) প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছে। এ নির্বাচনে একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে ১শত ৯টি কেন্দ্র । ভোটর ৩ লক্ষ ২৫ হাজার ৭ শত ৬৯জন । পুরুষ ১ লক্ষ ৬৯ হাজার ৩ শত ৩১জন ,মহিলা ১ লক্ষ ৫৬ হাজার ৪ শত ২৭জন ভোটার।
ছবি: কচুয়ায় আইন শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং এ বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা রির্টনিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান।
Leave a Reply