1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন

টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে কচুয়া উপজেলা যুবলীগের শ্রদ্ধা

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে কচুয়া উপজেলা যুবলীগের শ্রদ্ধা
সুজন পোদ্দার ॥
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে কচুয়া পৌরসভার কার্র্যালয়ের সামনে থেকে উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে যুবলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-পরান, ডা. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন, দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন আহমেদ সবুজ, ক্রীড়া সম্পাদক মহিউদ্দীন, সদস্য নাছির, সাচার ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন তালুকদার ও সাধারণ সম্পাদক মহসিন ফরাজী, বিতারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নিজাম মিয়া, পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আশেকুর রহমান, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাছেল, কচুয়া উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক নিলয়, সোহেল মিয়াজী, কাদলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেন, যুবলীগ নেতা ইলিয়াস মিয়া, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন সুমন, মানিক মিয়া, হাবিব, কাঞ্চন মেম্বার, শাহজালাল, শহিদউল্ল্যাহ কাউসারসহ যুবলীগের অনান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতে অংশ নেয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আঃ ছালাম দাদা ভাই। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম।
উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি গণতন্ত্রের মানসকন্যা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে কচুয়া উপজেলা যুবলীগ। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। এই উন্নয়নের অগ্রযাত্রাকে যারা ব্যহত করার চেষ্টা করবে, কচুয়া উপজেলা যুবলীগ তাদের কঠোর হাতে প্রতিহত করবেন বলে এসময় যুবলীগের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।

ছবি ঃ টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার