কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত
কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট মঙ্গলবার শোক দিবস উপলক্ষ্যে কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধরু পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কলেজের প্রভাষক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও শান্তি রঞ্জন সরকারের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলেজের আয়ন ব্যয়ন কর্মকর্তা শাহ মো. জাকির উল্যাহ শাজুলি,প্রভাষক অর্পণা রানী,উত্তম সরকার প্রমূখ।
শোক দিবসের আলোচনা সভা শেষে বঙ্গবন্ধ ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন,ডাকবাংলো জামে মসজিদের খতিব মাও: জামাল হোসেন।
Leave a Reply