কচুয়ায় আওয়ামী লীগের শোক দিবসে একই মঞ্চে দুই মনোনয়ন প্রত্যাশী
কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন একই মঞ্চে শোক দিবসের আলোচনা সভায় দুই মনোনয়ন প্রত্যাশী প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সরব করে তোলেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সবাইকে এক হয়ে কচুয়ার উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করি।মনে রাখতে হবে দলীয় ও দেশের স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন। শোক সভায় বক্তব্যে বিশেষ অতিথির বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম হোসেন বলেন শোককে শক্তিতে রুপান্তর করেতে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বর্তমানে বিএনপি জামায়েত জোট সুষ্ঠ নির্বাচনের নামে জালাও পোড়াও কর্মকান্ডের মাধ্যমে মানুষের যানমালের ক্ষয়ক্ষিত করছে তাদেরকে প্রতিহত করতে নিজেরা মনোনয়নের অন্তকলহ ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে হবে।
সাবেক দপ্তর সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন-
এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান প্রমুখ। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভ’ইয়া,মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা শহিদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply