কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৮ পরিবার
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ভূমিসহ নতুন ঘর পেল ৩৮ অসহায় পরিবার । বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কচুয়াসহ ১শ ২৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির,সহকারি কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইল আলম,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপকারভোগী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ছবি: কচুয়ায় উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রী কতৃক উপহারের ভূমির দলিল ও ঘরের চাবি হস্থান্তর করছেন অতিথি বৃন্দ।
Leave a Reply