কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা : কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার ফাইনাল খেলা উপভোগ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জন করে।কচুয়া সহকারি কমিশনার(ভূমি) মো: ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান,উপজেলা শিক্ষা অফিসার নাসিমা আক্তার,সহকারি শিক্ষা অফিসার মো: জামাল হোসেন ,সুভাস চন্দ্র, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: ্অলমগীর তালুকদার,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: তাজুল ইসলাম,সাধারন সম্পাদক মো: কামাল হোসেন,কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
ছবি: কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ।
Leave a Reply