কচুয়ায় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন ১৮টি পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। ২২মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । উপদ্বোধন শেষে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্ব ও সহকারি প্রোগ্রামার মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন। উপকারভোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন- মো. জালাল হোসেন ও সালমা আক্তার। আলোচনা শেষে আশ্রায়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের ১৮টি ঘরের উপকারভোগীদের মাঝে চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় সকল বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
Leave a Reply