কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টায় প্রেসক্লাবের উদ্যোগে কচুয়া ডাকবাংলোর দক্ষিণ পাশের্^ ঈগল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে মেলা প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি বলেন, এই ধরনের মেলা আয়োজনের সাধারণত দুটি উদ্দেশ্য থাকে। প্রথমত এই এলাকায় যে সকল পন্যসমূহ উৎপাদিত হয় সেই পন্য জনগনের সম্মুখে তুলে ধরা এ মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমি মনে করি কচুয়ার উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রসমূহ আপনারা জগনের সামনে তুলে ধরতে মেলাকে সমর্থন করবেন। দ্বিতীয়ত এ এলাকায় যে পন্য উৎপাদিত হয় সে পন্য এবং আশে পাশের এলাকায় উৎপাদিত পন্য যার সমাদর এই এলাকায় রয়েছে তা এখানে উপস্থাপিত করে এই পন্যের বাজার প্রসারিত করা হয়। আমাদের মনে রাখতে হবে উৎপাদিত পণ্যের বাজার প্রসারিত না হলে পণ্যের উৎপাদন বাড়ে না। মানুষের সমৃদ্ধি প্রসারিত হয় না। সে ক্ষেত্রে এ ধরনের মেলা প্রসারিত করে ভবিষতে যাতে উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে পারি সেলক্ষ্যে আপনারা সহযোগীতা করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল, সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল। কচুয়া প্রেসক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মো: আলমগীর তালুকদার .শুভচ্ছো বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন।
এসময় কচুয়া প্রেসক্লাবের উপদেষ্টা, সকল আজীবন সদস্য ও নির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ ০১ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপী কচুয়া প্রেসক্লাবের শিল্প ও পণ্য মেলা উদ্বোধন করছেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply