একুশে পদক প্রাপ্ত কচুয়ার কৃতি সন্তান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড.মুনতাসীর মামুনের নামে কচুয়ায় সড়কের নামকরণ করা হয়েছে। কচুয়া উপজেলা পরিষদের উদ্যোগে কচুয়া -রহিমানগর -কালিয়াপাড়া সড়কের নাম অধ্যাপক মুনতাসীর মামুন সড়ক নামে নাকরণ করা হয়েছে। কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির জানান শীগ্রই এ সড়কের নামকরণ ফলক উদ্বোধন করা হবে। অধ্যাপক ড.মুনতাসীর মামুন বর্তমানে তিনি গনহত্যা ট্রাষ্টি বোর্ডের সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন। প্রসংগত: তিনি একাধারে একজন গবেষক,লেখক,কলামিষ্ট ও খ্যাতিমান শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মুনতাসীর মামুন কচুয়া উপজেলার প্রয়াত এমপি আলহাজ্ব মিসবাহ উদ্দিন খানের সুযোগ্য সন্তান । তাঁর চাচা সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,ফুফু নীলুফার বেগম চট্রগ্রাম বিভাগের প্রথম মহিলা যুগ্ম সচিব ছিলেন।
ছবি: কচুয়ায় একুশে পদকপ্রাপ্ত , বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড.মুনতাসীর মামুনের নামে সড়ক নামকরণ
Leave a Reply