: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন এমপি বলেন, বঙ্গবন্ধুর আর্দশের অনুসারী আওয়ামী লীগের কাউন্সিলরগন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্ধারন করবে। এ লক্ষ্যে আমি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। কেন্দ্র থেকে ভিন্নতর কোন নির্দেশনা থাকলে প্রার্থীদের সম্পর্কে তথ্য নিয়ে সিদ্বান্ত জানানো হবে। কাউন্সিলরদের তালিক প্রনয়নের বিষয়ে তিনি বলেন ভিন্ন দলের লোকজনদের কাউন্সিলর করা হয়েছে, যা আমরা অবগত রয়েছি। তিনি ৭ ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলার তুলপাই দারশাহী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমিক ভবনের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলি বলেন।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাটওয়ারী,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভুইয়া,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন দুলাল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান,সামছ’দ্দিন মুন্সি,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল জালাল প্রধান,ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো: মফিজুল ইসলাম প্রমূখ।
ছবি: কচুয়া উপজেলার তুলপাই দারশাহী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নতুন একাডেমিক ভবনের উদ্ধোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন এমপি।
Leave a Reply