কচুয়া পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা রেনু সওদাগর (৬০) সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজিউন)। ৮ নভেম্বর মঙ্গলবার বাদ জোহর কচুয়া বড় মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাযা ও বিকাল ৩টায় মরহুমের নিজ গ্রামে লুন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সওদাগর বাড়ির পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর জানাযা সমূহে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহন করে। রেনু মিয়ার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগ নেতা এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন,প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী অ্যাড.হেলাল উদ্দীন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।
ছবি ঃ কচুয়ায় প্রবীণ আওয়ামী লীগ নেতা রেনু মিয়া জানাযা।
Leave a Reply