প্রশিক্ষণের মাধ্যমে আত্মস্বাবলম্বী যুবদের মাঝে কচুয়ায় যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।১ নভেম্বর মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্তরে শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ২৫ জন যুবকের মাঝে ১২ লক্ষ ৪০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির।
ছবি: কচুয়ায় অতিথিবৃন্দের নিকট থেকে শ্রেষ্ঠ সংগঠন এসএস যুব ফাউন্ডেশনের ক্রেস্ট গ্রহন করছেন সভাপতি সুজন পোদ্দার ।
একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পুলিশ পরিদর্শক মো: হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার প্রমূখ। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন এসএস যুব ফাউন্ডেশন ও শ্রেষ্ঠ সংগঠক আলোর মশালকে ক্রেষ্ট প্রদান করা হয়।
ছবি: কচুয়ায় অতিথিবৃন্দের নিকট থেকে শ্রেষ্ঠ সংগঠন এসএস যুব ফাউন্ডেশনের ক্রেস্ট গ্রহন করছেন সভাপতি সুজন পোদ্দার ।
ছবি: কচুয়ায় অতিথিবৃন্দের নিকট থেকে শ্রেষ্ঠ সংগঠকের ক্রেষ্ট গ্রহন করছেন আলোর মশালে সভাপতি আবু সায়েম মৃধা ।
Leave a Reply