কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ অক্টোবর হাশিমপুর স্বাধীনতা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলহাজ্ব মো: গোলাম হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারাও দেশের উন্নয়নে কাজ করছে। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতিগুলো তুলে ধরে আমাদের কাজের সহযোগীতা করবেন। ঐক্যবদ্ধ প্রেসক্লাবের শক্তি অনেক বড় শক্তি । আপনাদের অগ্রযাত্রায় আমার সহযোগীতা থাকবে । প্রেসক্লাবের উন্নয়নে আমার অংশ গ্রহন থাকবে। তিনি আরো বলেন মানুষের সেবা করা আমার ব্রত। কোন ধর্ম বা বর্ণের বিষয় নয়। আমি দীর্ঘ ২৫ বছর কচুযার মানুষের কল্যানে কাজ করছি। শিক্ষা ,স্বাস্থ্য ও গৃহহীনদের আবাসন নিয়ে আমি কাজ করছি।
তিনি ঐক্যবদ্ধ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিরসভাপতি মো: আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দারসহ সহ সকল সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগীতা প্রদানের আশ^াস প্রদান করেন। সাংবাদকরা আমার আপনজন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সভাপতি মো. আলমগীর তালুকদার,প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন , সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, মোহাম্মদ মহিউদ্দিন, মানিক সরকার, সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবীব সুমন, সদস্য আবু সাইদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,সদস্য সৈয়দ আ:জাব্বার বাহার,মো:রাছেল,সাংবাদিক মো: ফয়সাল প্রমূখ।
ছবি ঃ কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন ।
Leave a Reply