‘নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই গ্লোগানে কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ৬ অক্টোবর কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহি কর্মকর্র্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, মেডিকেল অফিসার ডাক্তার সমিরন, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, আলী আক্কাস মোল্লা, মোঃ আলমগীর হোসেন, ইউপি সচিব মোহাম্মদ অলিউল্যাহ, মোহাম্মদ জসিম উদ্দিন মজুমদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায়, গোহট উত্তর ইউনিয়নের উদ্যোক্তা প্রমূখ। আলোচনা শেষে পরিষদ প্রাঙ্গণে একটি র্যালির আয়োজন করা হয়।
ছবি ঃ জন্ম-মৃত্যু দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত র্যালী।
Leave a Reply