চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ১৭ অক্টোবর ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সমগ্র দেশের ৬৪ জেলা পরিষদেও তফসিল ঘোষনা করা হয়েছে। জেলা পরিষদের ৮টি সাধারন ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড বিভক্ত করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ৬নং ওয়ার্ডে কচুয়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিগন ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন সদস্য নির্বাচিত করবে।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীক ও হাজীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেন আনারস প্রতীকে নির্বাচন করছেন।
অপর দিকে কচুয়ায় চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা হলো : জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলার হোসেনপুর গ্রামের কৃতিসন্তান মো.জোবায়ের হোসেন হাতি প্রতীক, সালাউদ্দিন ভূঁইয়া অটোরিক্সা প্রতীক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক তৌহিদুল ইসলাম খোকা টিউবওয়েল প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল তালা প্রতীক, বিল্লাল হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীক, শামসল হক উঠ পাখি প্রতীক ও সংরক্ষিত মহিলা সদস্য পদে (কচুয়া-মতলব উত্তর ও দক্ষিণ) প্রার্থী রওনক আরা রতœা টেলিফোন প্রতীক, রোকেয়া বেগম বই প্রতীক, নাজমা আক্তার আসমা আখি দোয়াত কলম প্রতীক ও তাছলিমা আক্তার ফুটবল প্রতীকে প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচন উপলক্ষে প্রার্থীগন বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে ভোট প্রার্থনা করে চলছেন।
Leave a Reply