কচুয়ায় আমান সিমেন্টের নির্মন শিল্পিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৌরসভার রাজমহল চাইনিজ রেস্টেুরেন্টে উপজেলার ভিবিন্ন অঞ্চলের নির্মান শিল্পিগন অংশ গ্রহন করেন। নির্মান শিল্পিদের সম্মেলনে প্রজেক্টারের মাধ্যমে গুনগত মান সম্পন্ন আমান সিমেন্টের উৎপাদন পক্রিয়া উপস্থাপন করা হয়। আমান সিমেন্টের কচুয়া অঞ্চলের ডিলার কামরুজজ্জামান মানিকের সভাপতিত্বে ও কোম্পানীর ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাপোর্ট ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুলতান ভুইয়া কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভইয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমান সিমেন্টের ম্যানেজার আনোয়ার হোসেন,সহকারি ম্যানেজার টেকনিক্যাল সাপোর্ট মো: মাহফুজ করিম,কোম্পানীর অফিসার জাহিদুল ইসলাম, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার কচুয়ার ইঞ্জিনিয়ার আবদুল মান্নান,কচুয়া পৌরসভার উপসহকারি প্রকৌশলী মো: মহসিন ও উপসহকারি প্রকৌশলী বেলায়েত হোসেন, কচুয়া বিশ্বরোড বাজার পরিচালনা সমিতির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম রুবেল, প্রমূখ। আলোচনা শেষে কোম্পানীর পক্ষ থকে র্যাফেল ড্র বিজয়ী ও অংশগ্রহনকারী নির্মান শিল্পদের পুরস্কার প্রদান করা হয়।
ছবি: কচুয়ায় আমান সিমেন্টের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply