কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে আলহাজ্ব মোহাম্মদ মহসীন কবীর যোগদান করেছেন।১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ,সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রয়াত চাঁদ মিয়ার সুযোগ্য সন্তান আলহাজ্ব মোহাম্মদ মহসীন কবীর। কলেজ গভনিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড.মুনতাসীর মামুন ২৮ আগস্ট স্বাক্ষরিত পত্রের মাধ্যমে নিয়োগ প্রদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়োগ বের্ডের নির্বাচনী বোর্ডের সুপারিশ ও কলেজ গভনিং বডির সিদ্ধান্তের আলোকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতিপত্র মোতাবেক আলহাজ্ব মোহাম্মদ মহসীন কবীরকে নিয়োগ পত্র প্রদান করা হয়। উল্লেখ: মোহাম্মদ মহসীন কবীর ২.২.১৯৯৯ সালে উপাধ্যক্ষ হিসেবে সাচার ডিগ্রি কলেজে যোগদান করেন। ইতিপূর্বে তিনি দুদফা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করে ঢাকা বারের সদস্য হয়ে আইন পেশায় নিয়োজিত ছিলেন। আইন পেশা ছেড়ে তিনি সাচার কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তারপর তিনি একটানা ২৩ বছর সাচার ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মহসীন কবীর বলেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের প্রচেষ্টায় কচুয়ায় শিক্ষাখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে । সাচার ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়নে কলেজ গভনিং বডির সভাপতি একুশে পদকপ্রাপ্ত দেশবরেন্য ইতিহাসবিদ ড.মুনতাসীর মামুন নিরলসভাবে কাজ করছেন। সভাপতি মহোদয়ের দিকনির্দেশনায় সাচার ডিগ্রি কলেজকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তুলতে শিক্ষক,শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকাবসীসহ সকলের সহযোগীতা কামনা করছি।
ফাইল ছবি: মোহাম্মদ মহসীন কবীর
Leave a Reply