“বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামি প্রজন্মের টেকশই বাংলাদেশ এ স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাচার শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২২ পালিত হয়েছে। বুধবার ব্যাংকের আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ গাছের প্রায় ২ হাজার ৩শ ৭৩ টি চারা বিতরণ করা হয়।
ইসলামী ব্যাংক লিমিটেডের সহকারী ভাইস চেয়ারম্যান ও শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন খোরশেদুল আলম, অফিসার ও পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মো. হানিফ মিয়া, রেনেসা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মজুমদার, এএসআই সালেহ আহমেদ।
সভাপতির বক্তব্যে সহকারী ভাইস চেয়ারম্যান ও শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয় যার ফলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। গাছকে আমরা সন্তানের মত যতœ নিতে হবে। গাছকে যতœ করে বড় বৃক্ষে পরিনত করলে তা আমাদের সম্পদে রূপান্তরিত হবে। তাই ইসলামী ব্যাংকের এই বৃক্ষরোপন কর্মসূচী।
ছবি: কচুয়ার সাচার ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply